চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী তাজরিয়ান আহমেদের আত্মহত্যা
- By Jamini Roy --
- 01 November, 2024
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাজরিয়ান আহমেদ সোয়ারা আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল, "I am sorry I failed as a human." তিনি আরও বলেন, “মেয়েটি সিলিং ফ্যানের সাথে ঝুলে ছিল।” প্রাথমিক ধারণা হচ্ছে, পরিবারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণে তিনি আত্মহত্যা করেছেন।
তাজরিয়ান আহমেদ সোয়ারা (২১) ঢাকার মাতুয়াইলের বাসিন্দা এবং তার বাবার নাম শামীম আহমেদ ও মায়ের নাম আসমা সুলতানা। পুলিশ ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সহপাঠীদের সূত্রে জানা গেছে, তাজরিয়ান পারিবারিক বিষয়ে বিষণ্ন ছিলেন।